অলি আহমেদ :
বেতাগীতে কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে বরগুনা জেলা পরিষদের সদস্য মোঃআবুল কাসেম’র ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় বেতাগীর জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বরগুনা জেলা পরিষদের অর্থায়নে ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল কাসেম মহামারি করোনায় শতাধিক কর্মহীন অসহায় ও দুঃস্থদের ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল,১ কেজি লবন, ১ টি সাবান ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদ রহমান ফোরকান,বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু, উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।