হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ক্ষতিগ্রস্ত ও অসহায় নিম্ন আয়ের ৫শত পরিবারের মাঝে স্থানীয় সমাজসেবক মো. রিয়াজ সিকদারের ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তার নিজস্ব অর্থায়নে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি, সেমাই, সাবান, দুধ ও ট্যাংক।
আজ শনিবার (২৩ মে) উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী বাঁজারে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিবিচিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম সত্তার মল্লিক, ৪,৫,ও ৬ নং সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রেবা রানী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জগদীশ মিস্ত্রী, সাধারণ সম্পাদক বায়েজীদ সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সমাজসেবক মো. রিয়াজ সিকদার বলেন, সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই বিবিচিনি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এ আমার ব্যাক্তিগত উদ্যোগে ৫ শত পরিবারের মাঝে চাল, ডাল তেল, পেয়াজ, আলু, সাবান বিতরণ করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এর আগে ইতিপূর্বে প্রায় ২০০ পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছি।
তিনি আরও বলেন দেশের এই ক্রান্তিকালে আমার মত সকলের উচিত স্ব স্ব অবস্থান থেকে অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসা। সমাজের সর্বস্তরের বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে তাহলেই আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো।
ঈদ এর আগে এই খাদ্য সহায়তা পেয়ে অনেকেই আনন্দিত। তার এই ব্যাক্তিগত মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।