বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা ইউনিটের সহ-দলনেতা ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা আশ্রয়কেন্দ্রে দায়িত্বপালনের সময় লাঞ্ছিত করার ঘটনায় দুই সপ্তাহে হয়নি সু-বিচার। বকাটেদের হুমকিতে আতঙ্কিত বিচার প্রত্যাশীরা।
জানাগেছে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা আশ্রয়কেন্দ্রে উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সহ-দলনেতা তারিন আক্তার স্থানীয় বকাটে কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসারের নিকট সু-বিচার চেয়ে শনিবার (২৩ মে) লিখিত আবেদন জানালেন যুব রেডক্রিসেন্ট উপজেলা দলনেতা। তবে আজও মেলেনি সু-বিচারত।
২০ মে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঘূর্ণিঝড় আম্পান সতর্ক করা, মাইকিং করে সংকেত জানানো, আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহিত করা,আশ্রয়কেন্দ্রে প্রতিবন্ধী, নারী, শিশু ও বৃদ্ধের সহায়তা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আশ্রয় নেয়া লোকজকে ইফতারি, রাতের খাবার ও সেহির বন্টনের কাজে স্বেচ্ছায় সেবা দিতে ১১৪ টি আশ্রয়কেন্দ্রে নিয়োজিত ছিল।
উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে স্বেচ্ছাসেবায় যুব রেডক্রিসেন্ট উপজেলা ইউনিটের সহ-দলনেত্রী তারিন আক্তার দায়িত্বপালন করে। গত ২০ মে রাত সাতটায় দিকে আশ্রয়কেন্দ্রে তৃতীয় তলায় স্থানীয় বকাটে ছেলেরা তাশ খেলা ও মাদকসেবনে ব্যস্ত ছিল। ঘূর্ণিঝড় আম্পান এর তান্ডবে মানুষজন তৃতীয় তলায় আশ্রয় নিতে গেলে তারিন আক্তার বকাটে ছেলেদের তাশ খেলা বন্ধ করে অন্যত্র যেতে বলায় অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি অবস্থা তৈরি হয়। একপর্যায় তারিন আক্তার নিজেকে রক্ষা করতে স্থান ত্যাগ করে।
এ ঘটনায় মোকামিয়া গ্রামের ১. মোঃ ইলাম পিতা মোঃ ইকবাল হাওলাদার, ২.মোঃইমন পিতা মোঃ আনোয়ার,৩.মোঃ সোহাগ,৪.মোঃ জাকারিয়া, ৫.সৈকতসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে সু-বিচার চেয়ে লিখিত আবেদন করেন যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা ইউনিটেরেরের দলনেতা অলি আহমেদ।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসান বলেন, স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য দায়িত্ব নিয়েছেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মাকসুদুর রহমান ফোরকান।