অলি আহমেদ :
বরগুনার বেতাগীতে করোনা ভাইরাস প্রতিরোধক ব্যক্তিগত সুরক্ষায় সামগ্রি(পিপিই) প্রদান করেছে বেতাগী প্রগতি ফোরাম।
বেতাগীর কৃতি সন্তান তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খান মোঃ রেজাউল করিম ও বিশিষ্ট শিল্পপতি গোলাম কুদ্দুস এর নেতৃত্বে বেতাগী প্রগতি ফোরামের উদ্যোগে বেতাগী উপজেলা প্রশাসন কে ৬৫ টি পিপিই প্রদান করা হয়।
রবিবার (৭ জুন) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সামনের সারিতে থাকা চিকিৎসক,জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও সাংবাদিক দের মাঝে বিতরণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু।