-
- বেতাগী
- ১৪ জুন- ২০২০, ১২:৩৪ পূর্বাহ্ণ
- 198 View
হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বরগুনার বেতাগীতে নতুন করে থানা পুলিশের এক এসআই সহ দুইজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এর ভিতর একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী সহ মোট চারজন সুস্থ হয়েছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং বিষয়টি নিশ্চিত করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘আক্রান্ত দুই ব্যক্তির নমুনা ১২ জুন সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ১৩ জুন শনিবার রাতে তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
Sharing. . . .