হৃদয় হোসেন মুন্না, বেতাগী:
বরগুনার বেতাগীতে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যাক্তি বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। এর ভিতরে একজন মৃত্যুবরণ করলেও একজন ডাক্তার ও একজন স্বাস্থ্য সহকারীসহ মোট চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজ শনিবার (২০ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের ইনচার্জ ড. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , গত ১৮ জুন আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে শেরে-বাংলা মেডিক্যাল কলেজ-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ২০ জুন তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে ।