হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রাকিব খানকে হত্যার প্রতিবাদ ও দ্রুতবিচারের দাবিতে বরগুনার বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২১ জুন) দুপুর ১২ টায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং এর নেতৃত্বে করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে কালোব্যাজ ধারন পূর্বক এ কর্মসূচী পালন করা হয়। এসময় ১ মিনিট নিরবতা পালন করে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজার দাবি করা হয়।
মানববন্ধনে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক মেডিকেল অফিসার ডা. রবীন্দ্রনাথ সরকার, ডা. দিবাকর বিশ্বাস, ডা. অাবুল কাশেম, ডা. ফরহাদ হোসেন, ডা. সুরভী অাক্তার, ডাঃ রকিবুর রহমান প্রমূখ।
এছাড়া বরগুনা ডক্টর ও স্টুডেন্ট এসোসিয়েশন এর ডা. শুভংকর দে, মেডিকেল স্টুডেন্ট রাবিউল ইসলাম, মুনিয়া অাক্তার তিবা, কুশাল কর্মকার ও অাবদুল্লাহ অাল ফাইয়াজ, সিনিয়র স্টাফ নার্স ছবি মন্ডল, প্রভা মন্ডল সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।