বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বরগুনার বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীবব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেনেন্ট কমান্ডার কাইয়ুম হোসেন, সাইফুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু, পৌরসভার প্যানেল মেয়র বরুণ কর্মকার, হাদিসুর রহমান পান্না, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু প্রমুখ।