9 August- 2020, 4:43 pm ।। ২৫শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ

করোনা: বেতাগীতে ২৪ ঘন্টায় সাংবাদিকসহ ৭ জন করোনায় আক্রান্ত: মোট শনাক্ত ৩২

হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বরগুনার বেতাগীতে গত ২৪ ঘন্টায় নতুন করে এক সাংবাদিক, স্কুল শিক্ষক, এনজিও কর্মী ও পল্লী বিদ্যুৎতের স্টাফসহ ৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভিতর একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী সহ মোট নয়জন সুস্থ হয়েছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘আক্রান্ত ঐ সংবাদিক ও এনজিও কর্মীর  নমুনা ০২ জুলাই এবং বাকিদের নমুনা ০৩ জুলাই সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ০৪ জুলাই শনিবার রাতে তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Sharing. . . .
More News Of This Category