বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ৩৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভিতর একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী সহ মোট আটজন সুস্থ হয়েছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘আক্রান্তদের ভিতর একজনের নমুনা ০৩ জুলাই এবং বাকিদের নমুনা ০৪ জুলাই সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ০৬ জুলাই সোমবার রাতে তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা