বেতাগী প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন সিকদার, রেজাউল করিম ফারুক সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল অপু, সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিবিচিনি ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন, যুবলীগ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি এবিএম আবনান খালিদ মিঠুন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবদুল হাই নেছারী।