বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগী প্রেসক্লাবের নির্বাচন ২০২০ উপলক্ষে গতকাল ২৩ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিন। এদিন সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সর্বমোট ১৩ টি পদের বিপরীতে মোট ১৭ টি মনোনয়নপত্র বিক্রি হয়। সংগ্রহকৃত মনোনয়নপত্রের মধ্যে সভাপতি পদে একটি এবং সাধারণ সম্পাদক পদের বিপরীতে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
তাছাড়া অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ – সভাপতি পদে একটি, সহ-সভাপতি (২ টি পদের বিপরীতে) তিনটি, যুগ্ম সাধারণ সম্পাদক ( ২টি পদের বিপরীতে) দুইটি, অর্থ সম্পাদক পদে একটি, দপ্তর সম্পাদক পদে একটি, প্রচার সম্পাদক পদে একটি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একটি এবং নির্বাহী সদস্যের ২ টি পদের বিপরীতে চারটি মনোনয়নপত্র সহ মোট ১৭ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও জমা দেয়ার নির্ধারিত দিন। আগামী ০২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।