হৃদয় হোসেন মুন্না, বেতাগী:: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-এই শ্লোগান সামনে রেখে বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মান করে কতিপয় ব্যক্তির মন্তব্যর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা পর্যায়ের সরকারি সকল কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহিনের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ব আর স্বাধীনতার বিরোধীদের উত্তরসূরিরা নতুনভাবে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর ৭১’র মুক্তিযুদ্ধ এক এবং অভিন্ন চেতনা। যারা আজ বিভিন্ন বক্তব্যে দিচ্ছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্বে তারা মূলত বাংলাদেশের বিরুদ্বে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিনিধিত্ব করছে।