ডেস্ক নিউজ ।। বরগুনার বেতাগীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেন। সোমবার উপজেলা ভূমি অফিসে জনাব রামানন্দ পাল
সহকারী কমিশনার (ভূমি) যোগদান করেন। তিনি বিসিএস(৩৩) প্রশাসন ব্যাচের সদস্য। নতুন এই কর্মকর্তার যোগদানে দপ্তরে আবার নতুন গতি ফিরে আসবে প্রত্যাশা সকলে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে এতোদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন ।