নিউজ ডেস্ক ।। বেতাগীতে বর্নাঢ্য অায়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহসান।উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলিগ সম্পাদক মোহাম্মাদ মাকসুদুর রহমান ফোরকান,পৌর আওয়ামীলিগ সভাপতি বাবুল আকতার,সম্পাদক হাদীসুর ররহমান পান্নাসহ যুবলীগ,ছাত্রলীগ ও অনন্য সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ,বেতাগী সরকাির কলেজ অধ্যক্ষ মোহাম্মাদ নুরুল আমিনের নেতৃত্বে কলেজের শিক্ষক,বিএনসিসি,শিক্ষার্থীরা,বেতাগী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের নেতৃত্বে বিদ্যলয়ের শিক্ষার্থীরা,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ,উদীচি শিল্পীগোষ্ঠির সভাপতি দিপক কুমার গুহ এর নেতৃত্বে সংগঠনের শিল্পীবৃন্দ।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাইলট উচ্চ বিদ্যলয় মিলনায়তনে শেষ হয়।সেখানে পাইলট উচ্চ বিদ্যলয়ের উদ্যোগে সহস্রাধিক লোককে বাঙালির প্রাচীন ঐতিহ্য পিঠাপুলি ও ইলিশ- পান্তা ভোজের আয়োজন করে।পরে বিদ্যলয়ের শিক্ষার্থীদের নিয়ে সেখানে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারমোঃরাজীব আহসান,বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ও পারুল আকতার,কৃষি অফিসার ইকবাল হোসেন,আওয়ামীলীগ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান,ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির,পৌর আওয়ামীলীগ সভাপতি,সম্পাদক বাবুল আকতার ও হাদিসুর রহমান পান্না, মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, মোশারফ হোসেন নসু,বিআরডিবি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন ও ছাত্রলীগ সভাপতি আদনান খালিদ মিথুন।