বেতাগী নিউজ ডেক্স : বেতাগিতে খোদ ওসির বাসা চুরির খবর পাওয়া গেছে।
শনিবার (১৪ এপ্রিল) অানুমানিক ১১ টায় থানার সন্নিনিকটে চুরির এ ঘটনা ঘটে।
জানাগেছে, বেতাগী পৌরসভার ৫ নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক রোডের ফাতিমা মঞ্জিলের ২য় তলায় বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ ব্যাচেলার হিসেবে ভাড়া নিয়ে বসবাস করেন।
তিনি স্টেষনে না থাকায় তার অনুপস্থিতে বাসার দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে হানা দিয়ে বাসার মালামাল তছনছ করে।
প্রতিবেশী ভাড়াটিয়া উঠা নামা করতে গিয়ে হঠাৎ নজরে অাসে ঐ কক্ষের তালা কাটা ও দরজা খোলা।
বিষয়টি তৎক্ষনিক ভবনের মালিক কে অবহিত করলে বাসার মালিক সংশ্লিষ্টদের জানায়।
এ ঘটনায় ভবনে মালিক মোঃ ইব্রাহিম খান কে থানায় নিয়ে জিঞ্জসাবাদ করে ছেড়ে দেয়।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,এর সত্যতা স্বীকার করে জানান , অফিসার ইনচার্জ না অাসা পর্যন্ত কি চুরি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছিনা।থানায় মামলা হয়নি,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।