স্বপন কুমার ঢালী // বরগুনার বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাম্প্রতিক সময় অবসর গ্রহণকারী ৬ জন শিক্ষক ও ২জন কর্মচারী’র বিদায়ানুষ্ঠাস গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, প্রধান শিক্ষক মোঃ গোলাম কবির, মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু,সমাজ সেবক আব্দুস সোবাহান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান হাওলাদার, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য ক্যাপ্টেন মোঃ সেলিম আহমেদ, মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন নসু,বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, প্রাক্তন ছাত্র মোঃ সোহেল আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম আহমেদ, বেতাগী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের,সাবেক প্রধান শিক্ষক মিঃ শান্তিরঞ্জন মিত্র, প্রধান শিক্ষক মোসাঃ জেসমিন আক্তার,সাংবাদিক মোঃ শামীস সিকদার। বিদায়ী শিক্ষকদের মধ্যে থেকে এ সময় বক্তৃতা করেন মিঃ ক্ষিতিশ চন্দ্র মৃধা। আলোচনা শেষে বিদায়ী শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, মিঃ ক্ষিতীশ চন্দ্র মৃধা, মিঃ ভূবন মোহন বিশ্বাস, মিঃ বাবুল কৃষ্ণ দে, মিঃ দুলাল কৃষ্ণ মন্ডল ও মিঃ যুগল চন্দ্র মৃধা এবং কর্মচারী মোঃ আব্দুল ওয়াজেদ আলী হাওলাদার ও মোঃ আশ্রাফ আলী আকনকে জায় নামাজ , কোরান শরীফ, শ্রীমদ্ভগবত গীতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মঞ্চে উপবিষ্ট ছিলেন এ অঞ্চলের সকলের প্রিয় ব্যক্তিত্ব ও শ্রদ্ধাভাজন, বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মিঃ মধূসুদন মৃধা। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ মশিউর রহমান ও মোঃ আব্দুর রব। শেষে দোয়া মোনাজাত করা হয়।