মোঃ মিজানুর রহমান ডব্লিউ,
লিপিকা মন্ডল অর্পিতা//
প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুত পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে বেতাগী-মোংলাপোর্ট (খুলনা) সড়কের পূর্ব নির্ধারিত বেতাগী-কচুয়া পয়েন্টে বিষখালী নদীতে ব্রীজ নির্মানের দাবীতে প্রেসক্লাবের সাংবাদিকদের লিফলেট বিতরণ করা হয়। বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু’ র নেতৃত্বে আজ (১৯ মে) সকাল বাসস্ট্যান্ড থেকে পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির লিফলেট বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান স্বপন, কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মন্টু, কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান, ইনকিলাব প্রতিনিধি মাওলানা মোঃ নুরুল ইসলাম, আমাদের কন্ঠ প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান জুয়েল, ভোরের কাগজ প্রতিনিধি ও বার্তা সম্পাদক বেতাগীনিউজটোয়েন্টি ফোর ডট কম স্বপন কুমার ঢালী, ভোরের অঙ্গীকার প্রতিনিধি মোঃ কামাল হোসেন খান, উপজেলা প্রিন্ট মিডিয়া’র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান ডব্লিউ, রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ নাসির উদ্দিন ফকির, দৈনিক সাগরকুল প্রতিনিধি লিপিকা মন্ডল অর্পিতা, রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সাগর , দক্ষিণের কাগজ প্রতিনিধি মোঃ রাশেদ খান ও বাংলাদেশ বেতারের উপজেলা প্রতিনিধি মোঃ আরিফ ।সাংবাদিকরা এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগনের মাঝে বিষখালী নদীতে ব্রীজ নির্মাণের লিফলেট বিতরণ করেন।