বেতাগী (বরগুনা) সংবাদদাতা।। আসন্ন ঈদে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সকল পন্যের মূল্য নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসান আজ ৬ জুন ১০ টায় বেতাগী বাজারে মনিটরিং ও ভাম্যমান আদালত পরিচালনা করেন।
মনিটরিং এর সময় তিনি পৌর শহরের কাপড়ের দোকান, কাচাঁ বাজার, মাছ বাজার, মাংশ বাজার, ছাগল ওমুরগীর বাজার মনিটরিং করেন। মনিটরিং কালে তিনি এক মাছ ব্যবসায়ী ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০০ টাকা জরিমানা করেন এবং দু’টি বাটখারা জব্দ করেন।
মনিটরিং কালে তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভুমি) রামানন্দ পাল, মৎস্য অফিসার মোঃ মোস্তফা আল রাজীব, ভেটানারি সার্জন মোঃ রাকিবুল হাসান সুজন, প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বরুন কৃষ্ণ কর্মকার, সাংবাদিক জিয়াউর রহমান জুয়েল ও কামাল হোসেন খান।