স্বপন কুমার ঢালী♦
জাতীয় সংসদ নির্বাচনের বরগুনা-২ অাসনের বেতাগীতে বইছে নির্বাচনীয় হাওয়া। উপজেলার সর্বত্র মাইকিং, লিফলেট বিতরন। সন্ধায় নৌকা মার্কার সমর্থনে পৌর শহরের প্রধান প্রধান সড়কে উৎসব মুখর পরিবেশ মিছিল হয়েছে।
উপজেলা অাওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের নেতৃত্বে মিছিল দেন।
এতে অংশ নেন সাধারন সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু,মোঃ নজরুল ইসলাম,যুবলীগ সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বিএম অাদনান খালিদ মিথুন, সাধারন সম্পাদক অাল এনামুল সাব্বির সহ কয়েক হাজার নেতাকর্মী