স্বপন কুমার ঢালী ♥
আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় শিক্ষবিদ জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস।
.
বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা অনলাইন সাংবাদিক ফোরাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কালের কন্ঠের ১০ জন্ম দিনে জেলা প্রতিনিধি সোহেল হাফিজের আয়োজনে কালের কন্ঠ পরিবারের বেতাগী ও বামনা প্রতিনিধি উপস্থিত ছিলেন।